রাজগঞ্জ, ২৭ ডিসেম্বরঃ অস্বাভাবিক হারে মোবাইল রিচার্জ বৃদ্ধির প্রতিবাদ সহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল AIDYO সংগঠন।
জানা গিয়েছে, সোমবার অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন(AIDYO) পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি বাজারে এই বিক্ষোভ কর্মসূচি ও গনস্বাক্ষর সংগ্রহ অভিযান করা হয়।অবিলম্বে এই অন্যায় বর্ধিত ডেটা প্যাক সহ রিচার্জ প্রত্যাহার, মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার সংস্থা গুলির উপর নিয়ন্ত্রণ রাখতে ট্রাইকে সক্রিয় ও জনস্বার্থের সদর্থক ভূমিকা পালন করা সহ সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএল’কে বন্ধ করার চক্রান্ত না করে বিএসএনএল যাতে সুলভ মূল্যে উন্নত পরিষেবা দিতে পারে তার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে করার দাবী জানান সংগঠনের সদস্যরা।
এদিন সংগঠনের পক্ষ থেকে ধনঞ্জয় রায় জানান, অতিমারির সময় মোবাইল রিচার্জ বৃদ্ধি দিনের পর দিন বেড়েই চলেছে।এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বিক্ষোভ ও গনস্বাক্ষর অভিযানে নেমেছি।সারা দেশ ব্যাপি আমাদের এই কর্মসূচী চলছে।আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আমাদের এই কর্মসূচী চলবে।