করোনা পরিস্থিতি মোকাবিলায় ‘মক ড্রিল’ সারলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ করোনা পরিস্থিতি নিয়ে আগেভাগেই সতর্ক হয়েছে কেন্দ্র।হাসপাতালগুলিকে ‘মক ড্রিল’ করার নির্দেশ দেওয়া হয়েছে।সেইমত প্রস্তুতি শুরু করলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।


জানা গিয়েছে, গোটা দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।সেই নির্দেশ অনুযায়ী কোভিড ব্লকের পরিস্থিতি ক্ষতিয়ে দেখে সেই তথ্য অনলাইনে পাঠানো হবে স্বাস্থ্য দপ্তর ও মন্ত্রকে।মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকগুলি পরিদর্শন করলেন হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক,অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সহ বায়োটেকনোলজি ইঞ্জিনিয়াররা।হাসপাতালের অক্সিজেন প্লান্ট সহ বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখেন তারা।

বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে মোট ২৪১টি কোভিড বেড রয়েছে।তার মধ্যে ৯৫টি বেড রয়েছে জরুরি অবস্থার জন্য।পাশাপাশি ১৮টি ভেন্টিলেটর রয়েছে।   


এদিন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, করোনার জন্য হাসপাতালের সমস্ত পরিস্থিতি যাচাই করে দেখা হল।আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে।সব তথ্য অনলাইনে স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠানো হবে।তবে একসঙ্গে সব বেড চালু করা হবে না।প্রথমে ১১০ টি শয্যা প্রস্তুত রাখা হচ্ছে।পরে পর্যায়ক্রমে বাকিগুলো চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *