মহানন্দা নদীকে বাঁচাতে গ্রিন ট্রাইব্যুনালে গেল মহানন্দা বাঁচাও কমিটি

শিলিগুড়ি,২৯ জুনঃ মহানন্দা নদীকে বাঁচাতে গ্রিন ট্রাইব্যুনালে পিটিশন জমা করল মহানন্দা বাঁচাও কমিটি। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই সংগঠন।


সেখানে কমিটির সভাপতি নিধুভূষণ দাস বলেন, নদীর দিক থেকে মহানন্দা গুরুত্বপূর্ণ নদী।কিন্তু বর্তমানে নদীতে দূষণ প্রচুর পরিমাণে বেড়েই চলেছে। মহানন্দা সেতু স্তম্ভের চারপাশ থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে।কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব মহানন্দা নদী পরিদর্শন করে জানিয়েছিলেন যে নদীর পাশে জমিতে অত্যাধুনিক পার্কিং এর ব্যবস্থা করা হবে।কিন্তু গ্রিন ট্রাইব্যুনালে বলা হয়েছে মহানন্দা নদীর পাশে স্থায়ী নির্মাণ করা যাবে না।অন্যথা মহানন্দা নদীর পাশে থাকা জনবসতি এবং শিলিগুড়ি শহরের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে।তাই গ্রিন ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছে।

অন্যদিকে এই বিষয়ে পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, পিটিশনের বিষয়টি জানি না।আমাদের স্লোগান হল ক্লিন এন্ড গ্রিন সিটি।সর্বত্র উন্নয়ন চাইছে শিলিগুড়ির মানুষ।কোনও জায়গাকে নষ্ট করার ভাবনা চিন্তা শিলিগুড়ি পুরনিগমের নেই। পুরনিগমের জমিতেই উন্নয়নের কাজ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *