রাজগঞ্জ, ৫ মেঃ লকডাউনের ফলে কমেছে জলদূষণ।এর ফলে ফুলবাড়ি ব্যারেজে মহানন্দা নদীতে পাওয়া যাচ্ছে প্রচুর মাছ।তবে সেই তুলনায় খদ্দের পাচ্ছেন না মৎস্যজীবীরা।কম দামেই বিক্রি করতে হচ্ছে মাছ।
ফুলবাড়ি ব্যারেজ মহানন্দা নদীতে সারা বছরই মাছ পাওয়া যায়।তবে লকডাউনের ফলে দূষণ কমে যাওয়ায় বোরোলি, নদীয়ালি, ট্যাংরা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের দেখা বেশি মিলছে।
শঙ্কর সরকার নামে এক মৎস্যজীবী জানান, আগের তুলনায় এখন বেশি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে।আগে বোরোলি, নদীয়ালি মাছ খুব কম পাওয়া যেত।আগে যেখানে দেড় কেজি করে মাছ পেতাম, আজ সেখানে প্রায় ৪ কেজি করে মাচ্ছ পাওয়া যাচ্ছে। কিন্তু মাছ পেলেও লকডাউনের জন্য খদ্দের মিলছে না। আমরা প্রায় ৪০ জন মৎস্যজীবী রয়েছি। মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কিন্তু খদ্দের না পাওয়ায় কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। এখন শুধু সবকিছু স্বাভাবিক হওয়ার আশায় রয়েছি।