‘যে রাঁধে,সে চুলও বাঁধে’।মহিলারা যে সমস্ত কাজই করতে সক্ষম এবং তা দক্ষতার সঙ্গেই পারেন তা দেখিয়ে দিলেন কুমকুম ডোংরি, উদিতা বর্মা এবং আকাঙ্খা রাই।
ট্রেন নিয়ে মহারাষ্ট্র থেকে গুজরাত পাড়ি দিলেন কুমকুম,উদিতা ও আকাঙ্খা।মালবাহী ট্রেনকে গার্ড দিয়ে তা চালিয়ে নিয়ে গিয়েছেন তারা।পশ্চিম রেলের ইতিহাসে এই প্রথম পুরোপুরি মহিলা কর্মীদের নিয়ে ছুটল একটি মালবাহী ট্রেন।ইতিমধ্যেই রেলমন্ত্রী পীযূষ গোয়েলের প্রশংসা কুড়িয়েছেন এই তিন কন্যা।
বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিম রেল জানিয়ে দেয় , ৫ জানুয়ারি গুজরাতের বডোদরার উদ্দেশ্যে মহারাষ্ট্রের বসই রোড স্টেশন থেকে মালবাহী ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন কুমকুম ডোংরি, উদিতা বর্মা এবং আকাঙ্খা রাই।ট্রেন চালানো থেকে শুরু করে গার্ড দেওয়া সমস্ত দায়িত্ব নিপুণ দক্ষতায় সামলেছেন তারা।