মহিলা শ্রমিকদের কাজে বহাল রাখার দাবিতে বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের

রাজগঞ্জ, ১৮ জুনঃ মহিলা শ্রমিকদের কাজে বহাল রাখার দাবিতে বিক্ষোভ চা বাগানের অন্যান্য শ্রমিকদের।রাজগঞ্জের কুকুরজানের ম্যাগ টি কারখানার ঘটনা।


জানা গিয়েছে, ওই চা কারখানায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৬৫ জন শ্রমিক কাজ করেন।বৃহস্পতিবার  কারখানা কর্তৃপক্ষ ১৭ জন মহিলা শ্রমিককে কাজে আসতে নিষেধ করে।এরপরই অন্যান্য শ্রমিকেরা মহিলা শ্রমিকদের কাজে বহাল রাখার দাবি তুলে বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন।তাদের দাবি,ওই মহিলা শ্রমিকদের কাজে ফিরিয়ে না আনলে তারাও কাজে যোগদান করবে না।

মহিলা শ্রমিকেরা বলেন,  আমরা প্রায় ১৩ বছর থেকে কারখানায় কাজ করছি।কিন্তু এদিন কাজে আসার পর মহিলা শ্রমিকদের কাজে রাখা হবে না বলে ম্যানেজার জানিয়ে দেন। তাদের অভিযোগ, মালিক পক্ষ বহিরাগত শ্রমিক এনে কাজ করাচ্ছেন।অথচ স্থানীয় মহিলা শ্রমিকদের বের করে দেওয়া হচ্ছে।


এই বিষয়ে  টিডিপিডব্লুইউ এর রাজগঞ্জ ব্রাঞ্চ কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, মালিক পক্ষ ইচ্ছাকৃতভাবে ওই শ্রমিকদের বের করেছে।বিষয়টি জেলার ডেপুটি লেবার কমিশনারকে জানানো হবে।

অন্যদিকে এব্যাপারে কারখানার ম্যানেজার দীপঙ্কর মজুমদার বলেন, কারখানায় কাচা পাতার জোগান কম হওয়ায় কিছু শ্রমিককে কয়েক দিনের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তাই মহিলাদের কয়েকদিন কাজে আসতে নিষেধ করেছি। কিন্তু অন্য শ্রমিকরা কাজ না করায় প্রচুর পাতা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinohttps://casibom-resmi-girisi.com/