ফাঁসিদেওয়া, ২১ জুলাইঃ ফাঁসিদেওয়ায় ফের মহিষ পাচার রুখল পুলিশ।ফাঁসিদেওয়ার ৩১ নম্বর জাতীয় সড়কের মুরালীগঞ্জ চেকপোস্টে ৯১টি মহিষ সহ গ্রেফতার ২ জন।ধৃতরা হল জাকির হোসেন ও বাবুল আহমেদ।দুজনই বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জে নাকা তল্লাশির সময় দুটি কনটেনার আটক করে তল্লাশি চালিয়ে ৯১টি মহিষ উদ্ধার করে পুলিশ। বৈধ নথিপত্র ছাড়াই বিহার থেকে অসমে পাচারের ছক ছিল পাচারকারীদের।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।