শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে পালিত হল মোহনবাগান দিবস

শিলিগুড়ি,২৯ জুলাইঃ শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে পালিত হল মোহনবাগান দিবস।বৃহস্পতিবার বাঘাযতীন পার্কের সামনে মোহনবাগান দিবস পালন করলেন ফুটবলপ্রেমী তথা মোহনবাগান ফুটবল টিমের সমর্থকরা।এদিন প্রদীপ প্রজ্জলন এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত, মোহনবাগান ক্লাবের সিনিয়র কর্মকর্তা অরূপ মজুমদার।


পাশাপাশি এদিন অনাথ শিশুদের বস্ত্র বিতরণ সহ  অসুস্থ কিছু ব্যাক্তিদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।অন্যদিকে মোহনবাগান ক্লাবের তরফে প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের কাছে প্রস্তাব রাখা হয়  বাঘাযতীন পার্কের সামনের রাস্তাটির নামকরণ মোহনবাগান ক্লাবের নামে করা জন্য।

এই বিষয়ে রঞ্জন সরকার বলেন, মোহনবাগান ক্লাবের সদস্যরা যে দাবি করছে সেই দাবি আমরা বোর্ডে রাখবো।


অন্যদিকে বেদব্রত দত্ত বলেন,  আমরা অতি সত্ত্বর শিলিগুড়ি পুর প্রশাসনের কাছে গিয়ে বলব শিলিগুড়ি যে কোনো দুটো রাস্তাকে মোহনবাগান রোড ও মোহনবাগান লেন ১৯১১ সরণি হিসাবে অভিহিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *