শিলিগুড়ি, ২৯ মেঃ মোহনবাগান অ্যাভিনিউ রোডকে ঢেলে সাজাতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম।সোমবার পরিদর্শনে গেলেন মেয়র।
শিলিগুড়ির ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের আশা পূরণ করেছে শিলিগুড়ি পুরনিগম।মোহনবাগান সমর্থকদের আবেদন রেখে মহানন্দা সেতুর নীচে রাস্তার নামকরণ করা হয়েছে মোহনবাগান অ্যাভিনিউ।অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের আবেদনে সারা দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে রাস্তার নামকরণ হয়েছে ইস্টবেঙ্গল রোড।এরফলে খুশি দুই দলের সমর্থকরা।
এবারে মোহনবাগান অ্যাভিনিউ রোডকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে পুরনিগম।সেই অনুযায়ী সোমবার মোহনবাগান অ্যাভিনিউ রোড পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন সমস্ত দিক খতিয়ে দেখেন তারা।আরও কিভাবে রোডটিকে সৌন্দর্যায়ন করা যায় সেই দিকগুলিও দেখছেন তারা।