মোরগের ঠিকানা ফ্ল্যাট, মাছ-ভাত খেয়ে বিছানায় দিব্যি দিচ্ছে ঘুম

শিলিগুড়ি, ৫ মার্চঃ কত মানুষের কত শখ। তেমনই একজন শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা প্রতিমা চৌধুরী। কুকুর-বিড়াল নয়, তিনি ঝা চকচকে ফ্ল্যাটে পুষছেন আস্ত মোরগ।ভালোবেসে মোরগের নাম রেখেছেন মামন। দেড় বছর আগে মামনকে অ্যাপার্টমেন্টের নীচে ঘোরাঘুরি করতে দেখেছিলেন প্রতিমা দেবী। এরপর নিয়ে আসেন নিজের ফ্ল্যাটে। ধীরে ধীরে এখন চৌধুরী পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে মামন।


রোজ ভোরে অ্যাপার্টমেন্টের সকলকে যেমন তার আওয়াজে উঠিয়ে দেয়। তেমনই দিনভর ফ্ল্যাটের এদিক থেকে ওদিকে ছুটছে। সোফায় বসছে, রান্নাঘরে ঘুরছে৷ সকালে বিস্কুট, রুটি ও দুপুরে মাছ ভাত খেয়ে দিব্যি বিছানায় কম্বলের নীচে ঘুমও দেয় সে।সপ্তাহে দু’দিন শ্যাম্পু দিয়ে স্নান করানো হয় মামনকে।

এদিকে বাধ্য মামনকে একটুও চোখে হারাতে চাননা প্রতিমা দেবী। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকেন তিনি। প্রতিমাসে নিয়ম করে পশু হাসপাতালেও নিয়ে যান মামনকে। প্রতিমা দেবী জানান, মামন এখন আমাদের পরিবারের সদস্য। প্রথম প্রথম অ্যাপার্টমেন্টের সকলের অসুবিধা হলেও এখন সবাই ওকে ভালোবাসে৷ মাংস বাদে সবই খায় মামন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *