তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল কুড়িয়ে বাড়িতে আনতেই বিস্ফোরণ! মৃত্যু ১ জনের

জলপাইগুড়ি, ৬ অক্টোম্বরঃ সিকিমের বিপর্যয়ে তিস্তায় ভেসে গিয়েছে বহু বাড়ি, গাড়ি।তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল কুড়িয়ে বাড়িতে আনতেই বিস্ফোরণে মৃত্যু ১ জনের।ঘটনায় আহত বেশ কয়েকজন।মৃতের নাম সাহিনুর আলম।


বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের চাতড়া পাড়া এলাকায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, মর্টার শেলটি তিস্তা নদীতে ভেসে এসেছিল।সেই মর্টার শেল কুড়িয়ে এনে তার ভিতরে কি রয়েছে তা দেখতে গিয়েই বিস্ফোরণ ঘটে।মৃত্যু হয় একজনের। আহত হয়েছে আরও কয়েকজন।

উল্লেখ্য, মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। রীতিমতো ভয়ানক রুপ ধারণ করে তিস্তা। সেই তিস্তার জলে পাহাড় থেকে সমতলে ভেসে আসে আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, মর্টার শেল, গাছের গুঁড়ি সহ অনেক কিছু। সমতলের তিস্তা নদী তীরবর্তী এলাকার অনেকেই সেই গাছের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার, মর্টার শেল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আর সেরকম একটি মর্টার শেল তুলে নিয়ে গিয়ে তাঁর ভিতরে কি রয়েছে তা পরীক্ষা করে দেখতে গিয়ে এই বিষ্ফোরণ ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *