শিলিগুড়ি, ১৭ মার্চঃ সন্ধ্যে হলেই ঘরে, বাইরে, অফিসে দলবল নিয়ে হাজির তারা। তাদের অত্যাচারে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন সেই সুযোগটাই বা কোথায়। গত কয়েকদিন ধরে মশার জ্বালাতনে এবার অতিষ্ঠ হয়ে পড়ছেন শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।
সন্ধ্যে হলেই মশার তান্ডবে ঘরেও টেকা দায় হয়ে উঠেছে। আর মশার জ্বালাতনে বেজায় ক্ষুব্ধ অনেকেই। একদিকে যেমন মশার অত্যাচারে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকা যায় না অন্যদিকে রোগ বিরগের আশঙ্কাও করছেন অনেকেই। বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রতিরোধের প্রচার চলে থাকে তার মধ্যে এই মশার উপদ্রব কমাতে পুরনিগমের কাছে আবেদন বাসিন্দাদের।
এমনকি মশার উৎপাত থেকে রক্ষা পেতে বাসিন্দাদেরও সচেতন হওয়ার কথা জানিয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিষেক গুহ রায়।
পাশাপাশি পুরনিগমের তরফে এই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তি, তিনি জানান, “পুরনিগম এই বিষয়ে যথেষ্ট সচেতন, গত ১৪ তারিখ থেকে মশার লার্ভা নষ্ট করার ক্ষেত্রে বিজ্ঞান সম্মত ভাবে যা ব্যাবস্থা নেওয়ার তা ইতিমধেই নেওয়া হয়েছে। দ্রুত এই সমস্যা মেটাতে নজর রয়েছে পুরনিগমের”।