খড়িবাড়ি, ৮ ডিসেম্বরঃ মোষ পাচারের অভিযোগে গ্রেফতার হল পুলিশের এক কনস্টেবল।খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের বাঞ্ছাভিটা এলাকায় তুষের বস্তা ভর্তি লরির আড়ালে ৩২টি মোষ পাচার করা হচ্ছিল। গ্রেফতার পুলিশ কনস্টেবল সহ আরও ৫ জন পাচারকারী।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি’র ৪১ নম্বর ব্যাটেলিয়ানের রামধন জোত ও ভাতগাঁও ক্যাম্পের জওয়ানরা একটি লরি আটক করে।সেই লরিতে তুষের বস্তার আড়ালে মোষ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে।এরপর ধৃতদের খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, বিহার থেকে অসমে মোষ পাচারের ছক ছিল।ধৃতদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল।ধৃতের নাম ফনী রায় আলিপুরদুয়ারের বাসিন্দা।নকশালবাড়ি পুলিশে কর্মরত ছিলেন তিনি।বাকি ৪ জন বিহারের ও একজন অসমের বাসিন্দা।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।এদিকে পুলিশ কনস্টেবলের মোষ পাচারে জড়িত হওয়ায় খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।