মহিলাদের জন্য বিনামূল্যে মোটর ড্রাইভিং ট্রেনিং এর উদ্যোগ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের   

শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচির আওতায় মহিলাদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ডের তরফে বিনামূল্যে মোটর ড্রাইভিং ট্রেনিং অভিযানের সূচনা করা হল।এই কর্মসূচির মধ্য দিয়ে শিলিগুড়িতে প্রথমবার বিনামূল্যে গাড়ি চালানোর ট্রেনিং দেওয়া হবে।এদিন পাঁচজন মহিলা সহ পাঁচ যুবককে মোটর ট্রেনিং এর ছাড়পত্র তুলে দেন কমিশনার গৌরব শর্মা ।


কমিশনার গৌরব শর্মা বলেন, কোনো কাজ বড় বা ছোটো হয় না।সকলের সমান অধিকার পাওয়া দরকার।জংশন ট্রাফিক গার্ড যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।ট্রেনিং এর সময় মহিলাদের ট্রাফিক নিয়ম এবং সুরক্ষিতভাবে গাড়ি চালানো শেখানো হবে।এই ট্রেনিংয়ে যুবকরাও সামিল রয়েছেন।

এদিকে মহিলারা জানান জংশন ট্রাফিক বিভাগ এর তরফে যে অভিযান চালু করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।এর মধ্য দিয়ে তারা আত্মনির্ভর হতে পারবেন।   


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *