পথ দুর্ঘটনায় মৃত দ্বাদশ সশস্ত্র বাহিনীর পুলিশকর্মী তাপস বর্মনকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

রাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরঃ দুর্ঘটনায় মৃত দ্বাদশ সশস্ত্র বাহিনীর পুলিশকর্মী তাপস বর্মনকে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী ও আধিকারিকরা। শনিবার সকালে ফুলবাড়ির পুলিশ ব্যারাকে তার মরদেহ নিয়ে আসা হয়।এরপর পুষ্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে।উপস্থিত ছিলেন আইজি সিএস লেপচা, ডিআইজি সংমিত লেপচা সহ অন্যান্য আধিকারিকরা।


জানা গিয়েছে, তাপস বর্মন ২০১২ সালে চাকরিতে যোগ দেন। তার বাড়ি কোচবিহারের জেলার তুফানগঞ্জের অন্দোরান ফুলবাড়ি এলাকায়। তাপস বর্মনের স্ত্রী ছাড়াও তিন বছরের একটি মেয়ে রয়েছে।সম্প্রতি তিনি রাজ্য সশস্ত্র পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন।একই দুর্ঘটনায় কম্যান্ডিং অফিসার এবং তার গাড়ির চালক মনোজ সাহারও মৃত্যু হয়।


প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে  শিলিগুড়ির ডাবগ্রামে দ্বাদশ সশস্ত্র বাহিনীর কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায় তার দেহরক্ষী তাপসকে নিয়ে একটি স্করপিও গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।গাড়ি চালাচ্ছিলেন মনোজ সাহা।শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ হুগলির দাদপুর থানা এলাকায় জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ট্রাকের পিছনে তার গাড়িটি ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবশ্রী চট্টোপাধ্যায়ের।এছাড়া তাঁর গাড়ির চালক মনোজ সাহা  ও দেহরক্ষী তাপস বর্মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দেবশ্রী চট্টোপাধ্যায়ের বাড়ি কলকাতার বেহালার পর্ণশ্রীতে এবং গাড়ির চালক মনোজ সাহার বাড়ি মালদায় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *