কোচবিহার, ২ আগস্টঃ জল্পেশ মন্দিরে যাওয়ার সময় জেনারেটরে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয়েছে শীতলকুচি বিধানসভার ১০ জন পুণ্যার্থীর।মঙ্গলবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন শীতলকুচি বিডিও অফিস চত্বরে কমিউনিটি হলে এই পরিবারগুলোর সঙ্গে দেখা করে তাদের হাতে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী।পরিবারগুলোর পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে আগামীদিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসন যেন জেনেরেটর ডিজের উপর বিশেষ নজর দেয় তার দাবি জানান মৃতদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত রবিবার রাতে শীতলকুচি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫-৩০ জনের একটি দল জল্পেশ মন্দিরে উদ্দেশ্যে রওনা হয়েছিল।চ্যাংরাবান্ধা ধরলা সেতুর কাছে জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে দশজনের মৃত্যু হয়।ঘটনায় ১৫ জনের বেশি গুরুতর আহত হন।