শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।এই সন্দেহে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দেহ দু টুকরো করে ক্যানেলে ফেলে দিলেন স্বামী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায়। মৃত গৃহবধূর নাম রেণুকা খাতুন।অভিযুক্ত স্বামীর নাম এম ডি আনসারুল।গত ৬ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে থাকত দম্পতি।
সম্প্রতি ওই গৃহবধূ শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেত বলে জানা গিয়েছে।গত ২৪ ডিসেম্বর গৃহবধূর পরিবার থানায় অভিযোগ জানায় যে গৃহবধূ নিখোঁজ রয়েছে।এরপরই তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গৃহবধূর স্বামী এম ডি আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এরপরই পুলিশের সন্দেহ হয়।পুলিশি জেরায় এম ডি আনসারুল স্বীকার করে যে তার স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে বলে সন্দেহ করত সে।গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে ফাঁসিদেওয়ায় নিয়ে যায় সে।এরপর সেখানে স্ত্রীকে চাকু দিয়ে খুন করে এবং দেহ থেকে মাথা আলাদা করে।পরে দেহ এবং মাথা দুটি আলাদা-আলাদা বস্তায় ভরে ক্যানেলে ফেলে দেয় সে।
বৃহস্পতিবার সকাল থেকেই ক্যানেলে বিপর্যয় মোকাবিলা দল দেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।অন্যদিকে অভিযুক্ত স্বামীকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।ধৃতকে পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে।