শিলিগুড়ি, ৩০ নভেম্বরঃ শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু স্বামী স্ত্রীয়ের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। বন্ধ ঘর থেকে উদ্ধার হল দম্পতির দেহ। স্বামীর দেহ ছিল বিছানায়, অন্যদিকে স্ত্রীয়ের দেহ মেঝেতে পড়ে ছিল। কিন্তু কীভাবে দুইজন মারা গেলেন তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।
জানা গিয়েছে, মৃত দম্পতির নাম উজ্জ্বল কুমার সিনহা ও দেবলীনা সরকার সিনহা।বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন উজ্জ্বল।জানা গিয়েছে, তিনি পেশায় প্রাইভেট টিউটর ও দেবলীনা দেবী আর্টের শিক্ষিকা ছিলেন।রোজ সকাল ১১ টা নাগাদ তাঁরা বাড়ি থেকে বের হতেন।কিন্তু বুধবার সকালে না বের হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। এরপরই দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে যান তাঁরা। দেখা যায় উজ্জ্বল সিনহার দেহ বিছানায় পড়ে রয়েছে ও দেবলীনা দেবীর দেহ মেঝেতে পড়ে রয়েছে। তাঁর মুখ থেকে রক্ত পড়ছে। এরপরই শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে।
তবে দুজন আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে রহস্য রয়েছে।এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর সঞ্জয় শর্মা।