শিলিগুড়ি, ২৪ মার্চঃ শিলিগুড়িতে ১২ বছরের নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত মনোজ রায়।গোটা ঘটনার দোষ স্বীকার করলো অভিযুক্ত।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, প্রথমে নাবালিকাকে ধর্ষন করে প্রমাণ লোপাটের জন্য গলা টিপে খুন করে সে।নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে সুকনা সংলগ্ন খৈরানি লেনের জঙ্গলে নিয়ে যায়।সেখানে তাকে ধর্ষন করে খুন করে।ঘটনার পর শ্বশুরবাড়িতে যায় অভিযুক্ত মনোজ।নাবালিকার খোঁজ শুরু হতেই ধূপগুড়িতে পালিয়ে যায়।পুলিশের হাত থেকে বাঁচতে হায়দাবাদ, কর্ণাটক ও কেরলে যায় সে।এরপর ১১ মার্চ অসম বাংলা সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্তের ১০ দিনের পুলিশি হেফাজত শেষ হলে তাকে আদালতে পেশ করা হয়।আদালতে অভিযুক্তকে জুতোপেটা করে মৃতার পরিবারের সদস্যরা।আগামী ৬ এপ্রিল ফের মনোজ রায়কে আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ ডিসেম্বর শিলিগুড়ির বাসিন্দা ষষ্ঠ শ্রেনীর ছাত্রী স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।ঘটনার পর নাবালিকা ছাত্রীর খোঁজ শুরু হতেই পরিবারের সদস্যরা জানতে পারেন তাদের প্রতিবেশীর জামাই মনোজ রায় নাবালিকাকে অপহরণ করেছে।ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়।ঘটনার প্রায় ৮ দিন পর গত ১৩ ডিসেম্বর সুকনা চা বাগানের খৈরানি লেন থেকে ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ।অন্যদিকে প্রায় ৩ মাস পর গ্রেফতার হয় অভিযুক্ত।