শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকার ১২ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শহরে।এখনও অবধি অধরা রয়েছে অভিযুক্ত।এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের।
শুক্রবার রাতে নাবালিকার ন্যায় বিচারের মোমবাতি মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।এই মিছিল দক্ষিণ পলাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিল করে শীঘ্রই অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।