শিলিগুড়ি,১৫ ডিসেম্বরঃ সুকনার কাছে চা বাগান থেকে শিলিগুড়ির নিখোঁজ নাবালিকার পচাগলা দেহ উদ্ধার।ঘটনায় এখনও অধরা অভিযুক্ত।শীঘ্রই দোষীদের গ্রেফতারের দাবীতে সরব হল SUCI শিলিগুড়ি লোকাল কমিটি।
বৃহস্পতিবার সংগঠনের তরফে একটি মিছিল করা হয় এবং শিলিগুড়ির কোর্ট মোড়ে বিক্ষোভও প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।সংগঠনের জেলা কমিটির সদস্য তন্ময় দত্ত জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ যদি দোষীদের গ্রেফতার না করতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায় শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা বছর বারোর এক নাবালিকা।নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশীর জামাই মনোজ রায়ের বিরুদ্ধে।নাবালিকার মা জানতে পারে, ওইদিন স্কুল থেকে ফেরার সময় নাবালিকা এক অপিরিচিত মহিলার সঙ্গে দেখা করে।এরপর দেবীডাঙার একটি দোকানের সিসিটিভি ক্যামেরার দেখা যায় প্রতিবেশী প্রদীপ কুমার রায়ের জামাই মনোজ রায় নাবালিকাকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে।এরপরই গোটা বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার।এদিকে ঘটনার পর থেকে পলাতক মনোজ রায়।এরপর মঙ্গলবার সুকনার কাছে চা বাগান থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা মৃতদেহ।