নাবালিকার মৃত্যুতে অধরা অভিযুক্ত, শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল বিজেপির

শিলিগুড়ি,১৫ ডিসেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকার ১২ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপি’র।


বৃহস্পতিবার শিলিগুড়ির হাশমিচক থেকে মিছিল শুরু করে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সদস্যরা।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের হাশমিচকে গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

মিছিল থেকে বিধায়ক আনন্দময় বর্মন বলেন, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।এখানে পুলিশের ব্যর্থতা স্পষ্ট।দোষীর কঠোর শাস্তির দাবি তুলছি আমরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ