ইউপি’র নকল পুলিশ গ্যাং এর পর্দাফাঁস, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৮ মেঃ ইউপি’র নকল পুলিশ গ্যাং এর পর্দাফাঁস।প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেফতার তিন নকল পুলিশ।গ্রেফতার অভিযুক্তদের নাম মহম্মদ সরতাজ আলি(৪২), এমডি মেহতাব(৪৩) এবং হরিওম পান্ডে(৫১)।গ্রেফতার তিনজনই ইউপি এর বাসিন্দা।


জানা গিয়েছে, এই তিন ব্যক্তি উত্তরপ্রদেশ নম্বরের একটি গাড়িতে করে শালবাড়ি দিয়ে সিকিমের উদ্দেশ্যে যাচ্ছিল।নাকা চেকিং চলাকালীন শালবাড়ি মোড়ের কাছে গাড়িটিকে দাঁড় করানো হয়।গাড়িতে থাকা ইউপি পুলিশের পোশাক পড়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদ করার পরই প্রধাননগর থানার পুলিশ জানতে পারে তারা আসল পুলিশ নয়।এরপরই ৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই সিকিমে যাচ্ছিল।তবে তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।আজ ৩ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwinBETS 10pusulabet girişgrandpasha girişcasibombets10jojobetcasibom girişistanbul escortextrabetmariobet