নদী থেকে বালি তোলার রয়্যালটি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ নকশালবাড়িতে

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ নদী থেকে বালি উত্তোলনের রয়্যালটি বৃদ্ধিতে বিক্ষোভ প্রর্দশন করল নকশালবাড়ি ট্রাক্টর অ্যসোসিয়েশনের সদস্যরা।


ট্রাক্টর চালকদের অভিযোগ, রয়্যালটি নির্ধারিত কোনো দাম নেই।প্রতিনিয়ত বাড়ছে বালি উত্তোলনের রয়্যালটি।কোথায় ৪০০ আবার কোথায় ৫০০টাকা নেওয়া হচ্ছে।দিন তিনেক আগে ৪০০ থেকে একধাপে ৭০০টাকা রয়্যালটি বেড়ে গিয়েছে।রয়্যালটি পেপারে রয়্যালটি দাম লেখা থাকছে না, যার ফলে সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে সকলকেই।সোমবার নকশালবাড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান  ৫০এর বেশি ট্রাক্টর চালক।সমস্যার সমাধান নাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান বিক্ষোভকারীরা।

 যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি নকশালবাড়ি ভূমি ও ভূমিরাজস্ব আধিকারিক।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *