নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু কৃষকের

নকশালবাড়ি, ৩১ অক্টোবরঃ নকশালবাড়ির হাতিঘিসার মঙ্গলসিং গ্রামে জমির ধান বাঁচাতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক কৃষকের।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃতের নাম নকুল সিংহ।


জানা গিয়েছে, শনিবার রাতে এলাকায় ধান পাহাড়া দিচ্ছিলেন।সেইসময় একটি হাতির দল এলাকায় ঢুকে পড়ে।গ্রামের কয়েকজন মিলে হাতির দলটিকে তাড়িয়ে বাড়ি ফেরার পর ফের হাতির দল ঢুকে পড়ে।ফের হাতি তাড়াতে গেলে একটি হাতি নকুল সিংহকে আক্রমণ করে।ঘটনায় মৃত্যু হয় তার।

এদিকে খবর পেয়ে নকশালবাড়ি বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হাতির দলটিকে জঙ্গলে পাঠায়।এরপর মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।


এই বিষয়ে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মাধব সরকার জানান, প্রায় প্রতিদিন হাতির হানায় নষ্ট হচ্ছে ধান।ধান বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে কৃষকদের।এভাবে চলতে থাকলে কৃষকদের আত্মহত্যা নয়তো কৃষি ছেড়ে বাইরে কাজে চলে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *