রোগের লক্ষণ লুকিয়ে না রেখে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত, নাম না করে অশোককে তোপ গৌতমের

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ রোগের লক্ষণ লুকিয়ে না রেখে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।নাহলে সংক্রমণ ছড়াবে।নাম না করে বাম নেতা অশোকের ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন গৌতম দেব।


কিছুদিন আগে করোনা আক্রান্ত হন ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমুল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।কয়েকদিন বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।সুস্থ হয়ে ফের প্রচারে বের হন।সোমবার গেটবাজারে প্রচারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন।ভোট দেওয়ার আর্জি জানান।

এদিন প্রচারে বেরিয়ে নাম না করে বাম নেতা তথা ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগেন।গৌতম দেব বলেন, কারো যদি করোনার লক্ষণ থেকে থাকে তাদের পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।তা নাহলে সংক্রমণ ছড়াবে।একজন বর্ষিয়ান নেতার গলা ব্যাথা, অসুস্থ রয়েছেন।তার আরটিপিসিআর টেস্ট করানো উচিত বলে মন্তব্য করেন।    


অন্যদিকে এই বিষয়ে অশোক ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি গৌতম দেবের কথায় গুরুত্ব না দিয়ে  জানান,তার সামান্য গলা ব্যাথা রয়েছে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাচ্ছেন।গত তিনদিন ধরে বাইরেও বেরোচ্ছেন না।যারা অভিযোগ করছে তারা চিকিৎসকের সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করে নিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *