শিলিগুড়ি, ১৭ আগস্টঃ বাগডোগরায় গ্রেফতার হওয়া ৪২ জন নারায়ণী সেনাকে বিনা শর্তে ছেড়ে দেওয়ার দাবিতে বাগডোগরা থানায় পৌছোলেন বিজেপি সাংসদ এবং বিধায়করা।
প্রসঙ্গত, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে স্বাগত জানাতে এসেছিলেন বিজেপির নারায়ণী সেনারা।সেইসময় বাগডোগরা বিমানবন্দরের সামনে ৪২ জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ।
ঘটনার পর নারায়ণী সেনাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে বিজেপির তরফে থানায় বিক্ষোভ দেখানো হয়।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।বিক্ষোভের জেরে থানার গেট ভেঙে পড়ে।বেশকয়েকজন মহিলা র্যাফ কর্মী আহতও হন।
এরপর বাগডোগরা থানায় পৌঁছান জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং খড়িবাড়ির বিধায়ক দূর্গা মুর্মু।বিনা শর্তে নারায়ণী সেনাকে ছেড়ে দেওয়ার দাবি জানান বিধায়ক এবং সাংসদরা।
বিজেপি নেতারা বলেন, পুলিশ তৃণমূলের কংগ্রেসের হয়ে কাজ করছে।এটা শুধু নারায়ণী সেনার অপমান নয় ঠাকুর পঞ্চানন বর্মার অপমান।