শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ প্রকৃতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করিয়ে দিতে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রর তরফে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হল।শুক্রবার শিলিগুড়ির বসুন্ধরায় এই প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়।
প্রকৃতির বিষয়ে অনেকটাই অজানা বর্তমান প্রজন্মের।পৃথিবীতে বাঁচতে গেলে প্রকৃতিকে জানা যে কতটা প্রয়োজন তা জানেনা বর্তমান নতুন প্রজন্ম।তাই প্রকৃতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করিয়ে দিতে শিবিরের আয়োজন করেছে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র।তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা ফুউন্ডেশন।এদিন মোট ৬টি বিদ্যালয়ের পড়ুয়ারা এই শিবিরে অংশগ্রহণ করে।
উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের শিক্ষা বিভাগের আধিকারিক বিশ্বজিৎ কুন্ডু জানান,মুলত পড়ুয়াদের হাতে কলমে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন।