নকশালবাড়ি, ২৪ জুনঃ নকশালবাড়ির হাতিঘিসায় ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় শনিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন দুই বিজেপি বিধায়ক।এদিন হাতিঘিসায় বড়ঝরু জোতে মৃত সুধীর নাগাসিয়ার পরিবারের সাথে দেখা করেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, দূগা মূর্মু এবং মহকুমা পরিষদের সদস্য অজয় ওরাওঁ সহ অন্যান্য নেতাকর্মীরা।
জানা গিয়েছে, এদিন মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর আর্থিক সহায়তা করেন বিধায়ক। পরে ঘটনায় ক্ষতিগ্রস্ত মুড়িবস্তি এলাকা পরিদর্শনে যান তারা।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির সঙ্গে কথা বলেন দুই বিধায়ক।এদিকে ঘটনাস্থলে তিন দিন পর বিধায়ক আসাকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন স্থানীয়রা।
এদিন বিধায়ক আনন্দময় বর্মন জানান, গোটা ঘটনাই দুর্ভাগ্যজনক। তবে এক জনের মৃত্যু ঘটনায় এতগুলো বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট করা ঠিক নয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে সাহায্য করার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, যতটা সম্ভব মানুষের সাহায্য করছি এবং সকলকে আবেদন জানিয়েছি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজ বিধায়করা এলেন তারাও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।