নকশালবাড়ি, ৩ আগস্টঃ খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করলো নকশালবাড়ির শিবাজী সংঘ।বুধবার ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজো করেন ক্লাবের সদস্যরা। ৫১তম বর্ষে তাদের এবছরের থিম ‘মৌমাছির দেশ’।এছাড়াও আলোকসজ্জা ও কুমোরটুলির প্রতিমায় চমক দিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ।
এই বিষয়ে পুজো কমিটির সভাপতি বিদ্যুৎ দাস জানান, পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করা হবে।পুজোয় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।শুধু নকশালবাড়ি নয় খড়িবাড়ি, বাগডোগরা, মাটিগাড়া ও শিলিগুড়ি জুড়ে দর্শনার্থীদের নজর কাড়বে শিবাজী সংঘের দূর্গা পুজো।