নকশালবাড়ি, ১৯ সেপ্টেম্বরঃ স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন তথা পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
মঙ্গলবার নকশালবাড়ির কমিউনিটি হলে স্বচ্ছ ভারত মিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘোষপুকুরে প্ল্যাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন তিনি।পাশাপাশি ফাঁসিদেওয়া ও বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৫টি বর্জ্য বহনকারী গাড়ি ও চার পঞ্চায়েত সমিতিকে সার্টিফিকেট প্রদান করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিক, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মহকুমা পরিষদের কর্মাদক্ষ সহ পঞ্চায়েতের প্রধানরা।
মন্ত্রী বেচারাম মান্না জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে বাড়ি বাড়ি বালতি প্রদান ও প্রচার করা হবে।আজ থেকে আগামী ২রা অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হল।বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মানুষকে সচেতন করতে দেওয়াল লিখন ও লিফলেট বিলি করা হবে।এবছর ১৪০০ গ্রাম পঞ্চায়েতে এই বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হবে।