ভর্তি থাকবেন শুধু মুমূর্ষু ও মরণাপন্ন রোগী, নির্দেশিকা জারি NBMCH এর

শিলিগুড়ি, ৬ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাধিক ডাক্তার করোনা আক্রান্ত। নানান বিভাগের ডাক্তার ও কর্মীরা কোয়ারান্টিনে। এই অবস্থায় শুধুমাত্র মুমূর্ষু ও মরণাপন্ন রোগীদেরই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি নেওয়া হবে। এমনই নির্দেশিকা জারি করলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। আজই এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বহু চিকিৎসক ও কর্মী কোয়ারান্টিনে এবং করোনা আক্রান্ত। সেকারণেই পরবর্তী নির্দেশিকা না জারি হওয়া অবধি শুধুমাত্র মুমূর্ষু ও মরণাপন্ন রোগীদের ভর্তি নেওয়া হবে। বহু ডাক্তার ও চিকিৎসা কর্মীরা কোয়ারান্টিনে থাকায় বর্তমানে কর্মরত ডাক্তার ও কর্মীদের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।


অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য জানিয়েছেন, স্বাস্থ্যদপ্তরকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার নিয়োগ করার কথা বলা হয়েছে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেও ডাক্তারদের নিয়ে আসা হয়েছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *