রঙ একই, নামে বদল-এনবিএসটিসির আদলে বেসরকারি বাসের রঙে বিভ্রান্ত হচ্ছেন যাত্রীরা

শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ রঙ এক্কেবারে একই।নামের ক্ষেত্রেও শুধুমাত্র কিছুটা অদল বদল। তবুও চোখের ভুলে অনেক সময় মনে হবে সরকারি বাসই। আর সেই ভুলেই বাসে চড়েন যাত্রীরা। গুনতে হয় বেশী ভাড়াও। তবে এই সমস্যা নতুন নয়। যাত্রী টানতে এনবিএসটিসি এর বাসের আদলে বেসরকারি বাসগুলিকে রঙ করে তা রাস্তায় নামানো হচ্ছে। যা নিয়ে বহুবার এর আগে সতর্ক করা হয়েছে বেসরকারি বাস মালিকদেরও।কিন্তু তারপরও সমাধান হয়নি।


NBSTC এর নামের জায়গায় কেউ  NBSCT আবার কেউ NSTC নাম লিখে রাখে বাসে। এর জেরে যাত্রীরাও বিভ্রান্ত হচ্ছেন। এনবিএসটিসি সূত্রে খবর এর জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

তবে বিষয়টি জেলাশাসকদের জানানো হয়েছে।আগামীতে পারমিটের পুনর্নবীকরণের সময় বাস মালিকদের রঙ বদলানোর কথা বলা হবে বলে শিলিগুড়িতে জানান এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *