শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ এসএসসি নিয়োগ মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারের পর আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি।
জানা গিয়েছে, উপাচার্যের গ্রেফতারের পর গতকাল রাতে নথি পোড়ানো নিয়ে সরব হন বিজেপি নেতাকর্মীরা। অবিলম্বে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এই বিষয়ে বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান, উত্তরবঙ্গ বারবার বঞ্চিত।আর দুর্নীতিবাজদের উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে।পাশাপাশি নথি পোড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের গ্রেফতারের দাবিও জানান তিনি।