শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় জোর।গোটা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়লো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বসানো হল ২৪০টি সিসিটিভি ক্যামেরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।এতদিন হোস্টেল ও প্রশাসনিক ভবনে নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি থাকলেও এবার গোটা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে সিসিটিভি ক্যামেরায় মোড়া হয়েছে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে অধ্যাপকদের সুবিধার্থে ওয়াইফাই পরিষেবা চালু করা হয়েছে।
এদিন অনুষ্ঠানের আয়োজন করে এই দুই পরিষেবা চালু করা হয়।এই বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়কে একধাপ এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ।আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের মানন্নোয়ন সহ সবরকম ব্যবস্থা করা হবে।