শিলিগুড়ি, ২৯ মার্চঃ লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।অভিযোগ, লন্ডনে এসএফআই মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে বানচাল করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং সভাভঙ্গ করেছে।কিছু সংখ্যক এসএফআই এই ঘটনা ঘটিয়েছে।এর প্রতিবাদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের অবজার্ভার মিঠুন বৈশ্য সহ অন্যান্যরা।