নেশামুক্ত পানিট্যাঙ্কি,  নেশামুক্ত দার্জিলিং গড়তে  র‍্যালি করল জেলা পুলিশ 

নকশালবাড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ নেশামুক্ত পানিট্যাঙ্কি,  নেশামুক্ত দার্জিলিং গড়তে পানিট্যাঙ্কিতে সচেতনতামূলক র‍্যালি করল দার্জিলিং জেলা পুলিশ। আজ পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে নেশামুক্ত পানিট্যাঙ্কির লক্ষ্যে  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,  স্থানীয় বাসিন্দা,  রাজনৈতিক ব্যাক্তিত্ব ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে নেশামুক্তির শপথ নেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোথাও নেশার সামগ্রী বিক্রি করা হলে বা কাউকে নেশাগ্রস্ত অবস্থায় পেলে ৭৮১১৮৬৮৯১১ নম্বরে ফোন অথবা মেসেজ করে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। 
এদিন পানিট্যাঙ্কি এলাকায় একটি র‍্যালিও করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডঃ সন্তোষ নিম্বালকর,  জেলাশাসক এস পুন্নমবলম,  অতিরিক্ত পুলিশ সুপার,  গ্রামীণ ডিএসপি,  নকশালবাড়ির সিআই,  নকশালবাড়ি ও খড়িবাড়ির বিডিও,  ব্লক স্বাস্থ্য আধিকারিক,  সহ অন্যান্যরা। সকলের সহযোগিতা নিয়ে নেশামুক্ত পানিট্যাঙ্কি,  নেশামুক্ত দার্জিলিং গড়ার কথা জানান জেলাশাসক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *