শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ বড় ক্যানভাস নয় কিংবা কাগজও নয়। চিড়ের মধ্যেই ফুটে উঠলেন নেতাজি। সময় লেগেছে মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ড। তারমধ্যেই চিড়ের ওপর ফুটিয়ে তুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আর এই কৃতিত্বের জন্য এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও উঠতে চলেছে হলদিবাড়ির বাসিন্দা নবনীতা দাসের। তার এই শিল্পকলা অভিভূত করেছে অনেককেই।
ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি বিশেষ ঝোক ছিল নবনীতার। লকডাউনে সময় পেলেই ছবি আঁকতো৷ আর তখনই নতুন শিল্পকলার ভাবনা আসে। তারপরই শুরু হয়ে চিড়ের উপর পেন দিয়ে ছবি আঁকা। ধীরে ধীরে ছবি আঁকার সময়ও কমিয়ে আনতে থাকে সে। এখন মাত্র কয়েক মিনিটেই মনীষিদের ছবি আঁকতে সিদ্ধহস্ত নবনীতা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিতও হয়েছে তার এই অভিনব প্রতিভা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ মেলের মাধ্যমে যোগাযোগ করেছে নবনীতার সঙ্গে। তবে এখানেই থেমে থাকতে চায় না সে। আগামীতে আরও নতুন কিছু করার ইচ্ছে প্রকাশও করেছে হলদিবাড়ির নবনীতা দাস।