শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলা কমিটি এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিলিগুড়ির হিলকার্ট রোডে নেতাজীর সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হল।
জানা গেছে, এদিন ২৫ হাজার মাস্ক এবং ২৫ হাজার স্যানিটাইজার পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
এই বিষয়ে বিজয় গুপ্তা বলেন, করোনা থেকে যতদূর সম্ভব সাধারণ মানুষকে রক্ষা করা যায়।করোনার হাত থেকে রক্ষা পেতে মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবহার জরুরী।তাই এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।