শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ ফের অপমানিত বাঙালির গর্ব।বিনয়,বাদল, দীনেশের পর এবারে নেতাজী সুভাষ চন্দ্র বসু।
বিগত সময়ে বিনয়-বাদল-দীনেশের মূর্তির হাত থেকে ভেঙ্গে নেওয়া হয়েছিল তাদের অস্ত্র।ঘটনার পরই নিন্দায় সরব হয়েছিল গোটা শহর।এবার অপমানিত করা হল নেতাজী সুভাষ চন্দ্র বসুকে।
গত রবিবার যথাযোগ্য সম্মানের সঙ্গে পালিত হয়েছে নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী।শিলিগুড়ির নেতাজী মোড়ে নেতাজীর মূর্তিকে সাজিয়ে গুছিয়ে নেতা- মন্ত্রী- বা শহরের বিশিষ্ঠ জনেরা তার মূর্তিতে মাল্যদান করেন।তার ৪৮ ঘন্টা পার হতে না হতেই নেতাজীর মুর্তিতে চাপানো হল ভাঙ্গা সানগ্লাস।এমন ঘটনার সাক্ষী থাকলো শহর শিলিগুড়ি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান যে মুর্তিতে কেউ বা কারা একটি ভাঙ্গা সানগ্লাস পরিয়ে দিয়েছে।এমন ঘটনার পরই নিন্দায় ঝড় গোটা শহরে।এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই।