শিলিগুড়ি,১ সেপ্টেম্বরঃ শিল্পে বাঁধা দিচ্ছে একদল দুষ্কৃতী।এমনই অভিযোগ তুলে ধরল নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একাধিক অভিযোগ তোলেন সংগঠনের সদস্যরা।এনিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় জেলা পুলিশ প্রশাসনের কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শিল্পদ্যোগীরা রাজ্যে এসে বিনিয়োগ করুক। মুখ্যমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়েই অসম থেকে এক শিল্পদ্যোগী শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ ব্লক এলাকায় কারখানা খুলেছেন। শুরুতে সব ঠিকঠাক থাকলেও সম্প্রতি একদল দুষ্কৃতির দৌরাত্ম্যে সমস্যায় পড়েছেন ওই কারখানার মালিক।
অভিযোগ, একদিকে যেমন কারখানায় হামলা চালানো হচ্ছে, তেমনই মালিককে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দিগ্বিদিক শুন্য হয়ে পড়েছেন কারখানার মালিক। সেক্ষেত্রে বিষয়টির দ্রুত নিষ্পত্তি দাবি করেছেন সংগঠনের সদস্যরা।