নাইট কার্ফুতে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে ডিসিপি ইস্ট জয় টুডু

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ সরকারি বিধিনিষেধ অনুযায়ী রাত ৯টা থেকে সকাল ৫টা অবধি জারি রয়েছে নাইট কার্ফু।এই নাইট কার্ফু কতটা পালন হচ্ছে তা দেখতে গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট জয় টুডু।


জানা গিয়েছে, শুক্রবার রাতে শিলিগুড়ি থানা, পানিট্যাঙ্কি ফাঁড়ি, ভক্তিনগর থানা, প্রধাননগর থানা অন্তর্গত এলাকা পরিদর্শন করেন তিনি।পাশাপাশি রাতের সময় পুলিশকর্মীরা কিভাবে শহরে নজরদারি রাখছেন সেইসমস্ত বিষয়ও খতিয়ে দেখেন ডিসিপি।    

রাত ৯টার পর কেউ বিনাকারণে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ডিসিপি।এদিকে গতকাল নাইট কার্ফু উপেক্ষা করার অভিযোগে প্রায় ৩০ জনের বেশী মানুষকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *