শহরের নিকাশি ব্যবস্থা চাঙ্গা করতে উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের

শিলিগুড়ি, ৭ মার্চঃ নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় বর্ষায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ির বেশকিছু ওয়ার্ড।সেই সমস্ত ওয়ার্ডগুলিকে চিহ্নিত করে ওয়ার্ডের নালা নর্দমা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি পুরনিগম।


নির্বাচনের কারনে প্রায় দুমাস জঞ্জাল অপসারন কাজ ব্যহত হয়।এরফলে শহরের বড় বড় নর্দমাগুলিতে জঞ্জাল জমে বেহাল অবস্থায় রয়েছে নিকাশি ব্যবস্থা।ইতিমধ্যেই সেই এলাকাগুলিকে চিহ্নিত করেছে শিলিগুড়ি পুরনিগম।সোমবার ৪৬ নম্বর ওয়ার্ডের বেশকিছু নর্দমা পরিস্কার করার উদ্যোগ গ্রহন করা হয়।এদিন পুরনিগমের জঞ্জাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ মানিক দে এর উপস্থিতিতে জেসিবি দিয়ে নালাগুলি পরিস্কার করা হয়।

এদিন মেয়র পারিষদ মানিক দে জানান, শহরকে জঞ্জাল মুক্ত করতে ও বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি রুখতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শুধু তাই নয় নর্দমার ওপর জবরদখলও বরদাস্থ করা হবে না।আগামীতে শহরের আরও বেশকিছু ওয়ার্ডের নালা নর্দমা গুলিকে পরিস্কার করা হবে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *