শিলিগুড়ি, ৩ জুনঃ শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় মাটিগাড়ার চাঁদমনির বাসিন্দা এক মূক ও বধির নাবালিকা।শিলিগুড়ির ট্রাফিক পুলিশের সহযোগিতায় মেয়েকে ফিরো পেল পরিবার।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় নাবালিকা।সন্ধ্যে নাগাদ নৌকাঘাট মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা নাবালিকাকে ঘোরাফেরা করতে দেখেন।পরিচয় জানার চেষ্টা করলে ট্রাফিক পুলিশ কর্মীরা বুঝতে পারেন নাবালিকা মূক ও বধির।পরবর্তীতে সেখানে হাজির হন সমাজসেবী মুনমুন সরকার।তিনিই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন।পরবর্তীতে নাবালিকাকে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয়।এরপর মুনমুন সরকারের লাইভের জেরে নাবালিকার পরিবারের খোঁজ পাওয়া যায়।বাড়িতে খবর দেওয়া হলে রাত সাড়ে দশটা নাগাদ নাবালিকার মা ও দিদা থানায় যান।সেখানে নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
নাবালিকাকে ফিরে পেলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার মা।এই পরিস্থিতিতে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।অন্যদিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন সমাজসেবী মুনমুন সরকার।