শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডে তৈরি করা হয়েছে নতুন কালভার্ট।সেই কালভার্টের ওপর দিয়ে যান চলাচল শুরু হতেই ভেঙে গেল কালভার্টের সামনে রাস্তার কিছুটা অংশ।এরফলে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


জানা গিয়েছে,  ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানা বস্তি  এলাকায় নতুন কালভার্ট তৈরি করা হয়।কাজ শেষ হওয়ার পর শনিবার থেকে সেখানে শুরু হয় যান চলাচল।অভিযোগ, যান চলাচল শুরু হতেই কালভার্টের সামনে রাস্তার কিছুটা অংশ ভেঙে যায়।এরফলে ক্ষুব্ধ হন বাসিন্দারা।নিম্নমানের কাজের অভিযোগ তুলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা।কাউন্সিলর পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।পরে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে কাউন্সিলর সঞ্জয় শর্মা বলেন, কালভার্টের কাজ এখনও সম্পন্ন হয়নি।কালভার্টে ওঠার রাস্তার অংশ ভেঙে গিয়েছে।সোমবার পুরনিগমের পক্ষ থেকে বাস্তুকাররা এসে গোটা এলাকা খতিয়ে দেখে মেরামতের কাজ করা হবে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *