শিলিগুড়ি, ৪ জুলাইঃ পঞ্চায়ত নির্বাচনের প্রচারে এবার উত্তরবঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।মঙ্গলবার সকালে শিলিগুড়ির এনজেপি স্টেশনে নামেন মদন মিত্র।স্টেশনে পৌঁছতেই তাকে ফুল ও খাদা পড়িয়ে স্বাগত জানান দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য।
জানা গিয়েছে, দুদিন জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার সারবেন মদন মিত্র।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে নিয়ে মন্তব্য করেন মদন মিত্র।তিনি বলেন, “রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন আর রাজভবনকে অপবিত্র করছেন।আমাদের উচিৎ নির্বাচনের রেজাল্টের পর কলকাতা কর্পোরেশনের গাড়ির পাইপ দিয়ে গঙ্গাজল ঢেলে রাজভবনকে ধোঁয়া।রাজ্যপাল এত ঘুরে বেড়াচ্ছেন, পাশেই রয়েছে মণিপুর।রাস্তায় রাস্তায় লাশ পরে রয়েছে সেখানে যান।উত্তরপ্রদেশে যান।যেখানে জায়গায় জায়গায় এনকাউন্টারে লোক মারা যাচ্ছে”।
তিনি আরও বলেন, “শুভেন্দুর মত মানুষ ১১ তারিখের পর আর রাস্তা দিয়ে হাঁটতে পারবে না।আগের বারের স্লোগান ছিল খেলা শুরু এবারে খেলা শেষ”।