শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে তৎপর শিলিগুড়ি পুলিশ, বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি

শিলিগুড়ি,২৪ জুনঃ আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট।নির্বাচন ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এছাড়াও নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৫টা থেকে আগামী রবিবার পর্যন্ত ভারত-নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।


সূত্রের খবর,মহকুমা পরিষদের নির্বাচন উপলক্ষে প্রায় দেড় হাজার ভোট কর্মী নিয়োগ করেছে প্রশাসন।ইভিএম পাহারা থেকে শুরু করে বুথ পাহারায় থাকবেন কয়েক হাজার পুলিশ কর্মী।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালাতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে।ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় টহলদারি চালানোর পাশাপাশি শিলিগুড়ি শহরের ব্যস্ততম সড়কগুলোতেও নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শুক্রবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নাকা তল্লাশি শুরু করে বাগডোগরা থানার পুলিশ।রাস্তায় যাতায়াতকারী গাড়িগুলিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।শান্তিপূর্ণভাবেই শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোট অতিবাহিত করা এখন বড় চ্যালেঞ্জ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *