২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল না হলে নির্দলে দাঁড়ানোর ঘোষণা নিখিল সাহানীর

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ ২৪ ঘণ্টার মধ্যে দলের সিদ্ধান্ত বদল না হলে নির্দলে দাঁড়ানোর কথা জানালেন ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর নিখিল সাহানী।   


বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে নিখিল সাহানীর নাম।দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন নিখিল সাহানী সহ ওয়ার্ডের নাগরিকেরা।

পর পর দুবার তৃণমুলের হয়ে ১৮ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হন নিখিল সাহানী।ওয়ার্ডে বেশ সুনামও রয়েছে তার।অন্যান্যবারের ন্যায় এবারও পুরভোটে লড়াই করে কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি।তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই হতবাগ হয়ে যান অনেকেই।দলের এই সিদ্ধান্তকে মেনে নেননি নিখিল সাহানী সহ দলের অন্যান্য কর্মী সমর্থক ও নাগরিকেরা।


শুক্রবার দলের কর্মী সমর্থক ও নাগরিকদের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি।এরপর নিখিল সাহানী জানান,দলকে সমস্ত বিষয় জানানো হয়েছে।২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল না হলে জনগনের রায়কেই মাথা পেতে নেবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.