শিলিগুড়ি,১২ আগস্টঃ ‘নিরপেক্ষ তদন্ত করুক CBI, ED’।এই দাবিতে শুক্রবার শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন শিলিগুড়ি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাসমিচক হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ,দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
পাপিয়া ঘোষ বলেন, বিজেপি CBI, ED’কে ব্যবহার করছে।বিজেপি যখন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোকাবিলা করতে পারছে না তখন তারা আমাদের কিছু প্রভাবশালী নেতৃত্বর পেছনে CBI, ED’কে লেলিয়ে দিচ্ছে।আমরা তার প্রতিবাদ জানাই।তার প্রতিরোধ গড়ে তুলতে চাই।আমরা চাই বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করুক এবং নিরপেক্ষ তদন্ত করুক CBI, ED।
