শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ স্কুটিতে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ কাফ সিরাপ এবং নেশার ইঞ্জেকশন।তবে খবর পেয়েই অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম রাকেশ সাহা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় যুবককে।যুবকের স্কুটির ডিক্কিতে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ এবং নেশার ইঞ্জেকশন উদ্ধার হয়।উদ্ধার হওয়া কাফ সিরাপ এবং নেশার ইঞ্জেকশনের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।